ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে আতশবাজি নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৩০ ডিসেম্বর ২০২২  
থার্টিফার্স্ট নাইটে রাজশাহীতে আতশবাজি নিষিদ্ধ

ফাইল ফটো

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাজশাহীতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে আরোপ করা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রোববার (১ জানুয়ারি) পর্যন্ত। 

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (৩১ ডিসেম্বর) থার্টিফার্স্ট নাইটে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কালে রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ণ বাজানো, লাউড স্পিকার ব্যবহার এবং শোভাযাত্রা, মুখে কোনো প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি, ভুভুজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া এ আদেশে রাজশাহী মহানগরী এলাকায় সব প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কাল পর্যন্ত সব অনুমোদিত বার ও মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আরএমপি।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়