নির্মাণাধীন ভবনে প্রহরীর লাশ, পরিবারের দাবি হত্যা
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আব্দুস সালাম নামের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল সালাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মুমিনগঞ্জ গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, নিহতের পরিবারের দাবি সালামকে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে জাহিদ হাসান বলেন, ‘গত বুধবার ভবন পাহার দেওয়ার সময় বাবাকে ছুরি ঠেকিয়ে কয়েকজন দুর্বৃত্ত ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে যায়। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। মুঠোফোনে বাবা জানায়, তুই এলাকায় আসলে ছেলেগুলাকে চিনিয়ে দিব। এরপরেই নির্মাণাধীন ভবনে বাবার মরদেহ পরে থাকার খবর পাই। ধারণা করছি, ওই দুর্বৃত্তরাই বাবাকে খুন করেছে।’
নির্মাণাধীন ভবনের শ্রমিকরা জানান, শনিবার সকাল ১০টার দিকে ভবনের ছয় তলায় কাজ করতে গেলে সালামের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন বলেন, ‘নিহতের হাতে ও কপালে ক্ষতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে কীভাবে মৃত্যু হয়েছে জানা যাবে।’
রুবেল/কেআই