ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘাটাইলে ট্রাক চাপায় প্রতিবন্ধী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩১, ৩ জানুয়ারি ২০২৩
ঘাটাইলে ট্রাক চাপায় প্রতিবন্ধী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে কাজে যাওয়ার সময় ড্রাম ট্রাক চাপায় মো. সোহাগ (২৫) নামে বাক প্রতিবন্ধী শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো চারজন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত সোহাগ উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছোনোটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় লোকজন জানান, সোহাগসহ পাঁচজন ভ্যান করে কাজে যাচ্ছিলেন। পশ্চিম পাড়া শিশু পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক শ্রমিকদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত হন চারজন।

ঘাটাইল থানার এসআই মো. হাফিজ জানান, লাশের সুরুতহাল করা হচ্ছে। আইনী প্রকিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কাওছার/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়