ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১০০ বোতল ফেনসিডিলসহ মা-ছেলে আটক

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ৪ জানুয়ারি ২০২৩  
১০০ বোতল ফেনসিডিলসহ মা-ছেলে আটক

নীলফামারীতে ১০০ বোতল ফেনসিডিলসহ সৎ মা ও ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গোতামারী এলাকার মনজুর আলম খোকার স্ত্রী মমিনা খাতুন (২৭) ও তার ছেলে মো. আব্দুল খালেক রনি (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, হাতিবান্ধা থেকে ফেনসিডিলের একটি বড় চালান ঢাকার উদ্দেশে যাবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৎ মা ও ছেলেকে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। আটক মমিনা খাতুনের সঙ্গে নয় মাসের একটি শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করার কার্যক্রম চলমান রয়েছে।’

ইয়াছিন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়