ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বদ্ধঘরে মিললো মা-ছেলের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৭ জানুয়ারি ২০২৩  
বদ্ধঘরে মিললো মা-ছেলের মরদেহ

নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে মা রুবিনা বেগম (২২) ছেলে জিহাদের (০৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন। এর আগে বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের এসিআই গেটের পেছনে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহত রুবিনা শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি মুন্সীগঞ্জের বিক্রমপুর থানার ঝুমন মিয়ার স্ত্রী।

এসাআই জানান, স্বজনদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। স্বজনরা মা ও ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ করলে তাদের ঘর ও গেট তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় নিহতের বোন সেলিনা ঘরের তালা ভেঙে মা ও ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। 
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়