ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাদারীপুরে হাসপাতাল চালু না হওয়ার কারণ জানতে হাইকোর্টের রুল 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৬ জানুয়ারি ২০২৩  
মাদারীপুরে হাসপাতাল চালু না হওয়ার কারণ জানতে হাইকোর্টের রুল 

মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু না হওয়ার কারণ জানতে রুল জারি করেছে হাইকোর্ট। হাসপাতালের কার্যক্রম কেন চালু করা হচ্ছে না তার প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরে দাখিলকৃত দরখাস্তটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 

গত বছরের ১৪ নভেম্বর মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অনতিবিলম্বে চালু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহাসচিব (ডিজিএইচএস), মাদারীপুর স্বাস্থ্য বিভাগ, মাদারীপুর গণপূর্ত বিভাগ, সিভিল সার্জন, মাদারীপুর সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি, জেলা প্রশাসক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিগ্যাল নোটিশ পাঠায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আশিক (তারেক শরীফ)। আইনজীবী আবদুল্লাহ আল আশিক পিটিশনার হয়ে রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশনটি শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু এবং ফাইলিং লইয়ার ছিলেন মোহাম্মদ শাহীন হাওলাদার।

আইনজীবী আবদুল্লাহ আল আশিক রুল জারির বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন। 

৩০ কোটি টাকা মুল্যে নির্মিত ওই হাসপাতালটি নির্মাণ কাজ প্রায় ২ বছর আগে শেষ হলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু না হওয়ায় ও মুল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশংকায় স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করে। মানববন্ধনের সংবাদ দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল আশিক জনস্বার্থে রিট পিটিশন দাখিল করে।
 

বেলাল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়