ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তিযোদ্ধাদের সেবা করা চিকিৎসক ইমদাদুল আর নেই

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২২ জানুয়ারি ২০২৩  
মুক্তিযোদ্ধাদের সেবা করা চিকিৎসক ইমদাদুল আর নেই

বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হক

মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের চিফ মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ ইমদাদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

আরো পড়ুন:

মরহুম ইমদাদুল হক রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষক ছিলেন। লায়ন্স আই হসপিটাল এবং ডায়াবেটিক কল্যাণ কেন্দ্র, রাজশাহীর প্রতিষ্ঠাতাও তিনি। 

মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর সাব-সেক্টরের প্রধান মেডিকেল অফিসার হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করতেন ইমদাদুল হক। একই সঙ্গে সেবা করতেন সাধারণ মানুষদেরকেও।

আজ দুপুরে রাজশাহী মহানগরীর টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। 

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শিরিন সুলতানা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়