ঢাকা     বুধবার   ২২ মার্চ ২০২৩ ||  চৈত্র ৯ ১৪২৯

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ রেল জাদুঘর

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৭:২৪, ২৩ জানুয়ারি ২০২৩
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ রেল জাদুঘর

বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর

স্ত্রীকে নিয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে বেড়াতে এসেছিলেন রোস্তম আলী। তাদের দৃষ্টি কাড়ে প্লাটফর্মের পাশে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন একটি ট্রেনের কোচ। আগ্রহ নিয়েই এগিয়ে এলেন তারা। ট্রেনের কোচের ভেতরে প্রবেশ করেই দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুষ্প্রাপ্য সব ছবি। 

ট্রেনের এই কোচটির ভেতর বঙ্গবন্ধুর ছবি রয়েছে তাই নয়, রয়েছে নিত্যদিনের তৈজসপত্রের মডেল, টুঙ্গিপাড়ায় থাকা বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত প্রখ্যাত লেখকদের লেখা কিছু বই। এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনার ব্যবস্থা। 

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রোস্তমের মতো অনেকেই ভিড় করছিলেন পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে অবস্থানরত রেলওয়ে বিভাগের বিশেষ আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি দেখতে। 

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম লামইয়া বলেন, ‘দূর থেকে দেখলে অন্যসব ট্রেনের কোচের মতই জাদুঘরটিকে সাধারণ একটি কোচই মনে হবে। কিন্তু ট্রেনের সেই সাধারণ কোচটিকে অসাধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরে রূপান্তর করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুর দুষ্প্রাপ্য ছবি, বঙ্গবন্ধুর নিত্যদিনের ব্যবহৃত বিভিন্ন উপকরণের মডেল, জাতীয় প্রতীক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির মডেলসহ বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বই এখানে রয়েছে। বলতে গেলে জাদুঘরটি দেখে মুগ্ধ হয়েছি।’

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ‘বঙ্গবন্ধু ও তার বর্ণাঢ্য রাজনৈতিক, সংগ্রামী এবং কর্মময় জীবনের অজানা তথ্যগুলো রেল নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই জাদুঘরে প্রবেশ করেই দর্শনার্থীরা পরিচিত হবেন জাতির পিতার শৈশবের দিনগুলোর সঙ্গে। পর্যায়ক্রমে তারা বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান, অধিকার আদায়ের সংগ্রামে অবর্ণনীয় নির্যাতন ভোগ, মিথ্যা মামলা ও কারাভোগের করুন চিত্র, ৬৬ এর ঐতিহাসিক ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত হবেন।

কোচের এক প্রান্তে একটি বড় এলইডিতে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ গুরুত্বপূর্ণ ভাষণসমূহ এবং বঙ্গবন্ধুর উপর রচিত গান প্রচার করা হয়। 

শীতাতপ নিয়ন্ত্রিত জাদুঘরটিতে রয়েছে- জয় বাংলা শ্লোগানের আদলে তৈরী করা একটি বুক শেল্ফ। যেখানে রয়েছে বঙ্গবন্ধুর উপর রচিত ও তাঁর উপর লিখিত গুরুত্বপূর্ণ বইসমূহ। এছাড়া শিশুদের জন্য রয়েছে বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন শিশুতোষ সাহিত্য কর্ম। জাদুঘরটি দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য ইন্টেরিয়ারের মাধ্যমে সাজানো হয়েছে। সুদৃশ্য ১২টি টেবিলে স্থাপন করা হয়েছে যেখানে জাতির পিতার পৈতৃক নিবাসের প্রতিরূপ, তার ব্যবহৃত চশমা, পাইপ, মুজিব কোট, টুঙ্গিপাড়ার সমাধিস্থলসহ ১৩টি ঐতিহাসিক অনুকৃতি রয়েছে। 

ভ্রাম্যমাণ জাদুঘরে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও গৌরবের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। জাদুঘরে সজ্জিত রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা চিঠি। যা জাতির পিতাকে আরো গভীরভাবে অনুধাবনে সহায়ক হবে। জাদুঘরের বহিরাবরণ সজ্জিত করা হয়েছে ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত ধারাবাহিক সংগ্রামের উপর চিত্রিত ম্যুরালের মাধ্যমে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই জাদুঘরটি ২০২২ সালের ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। পরে একই বছরের ১ আগস্ট গোপালগঞ্জ রেল স্টেশন থেকে ব্রডগেজ জাদুঘরটির প্রদর্শনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। চট্টগ্রাম রেল স্টেশন থেকে জাদুঘরটির প্রদর্শনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। জাদুঘরটি নির্মাণে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে মূল পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন মঞ্জুর-উল-আলম চৌধুরী।

জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. পলাশ ইসলাম বলেন, ‘ইতোমধ্যে দেশের ৫০টি রেলস্টেশনে এই জাদুঘরের প্রদর্শনী হয়েছে। পর্যায়ক্রমে দেশের সবকটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ভ্রাম্যমাণ এ জাদুঘর প্রদর্শনীর আয়োজন করা হবে।’

আবু নাঈম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়