ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিএনপির ৯১ নেতাকর্মী কারাগারে

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৯ জানুয়ারি ২০২৩  
বিএনপির ৯১ নেতাকর্মী কারাগারে

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় মাগুরার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা বিএনপির ৯১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জসিম উদ্দিন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট শাহেদ হাসান জানান, গত বছরের ৫ নভেম্বর মহম্মপদুর ও শ্রীপুর এবং ৬ নভেম্বর শালিখা থানা পুলিশ স্ব-স্ব থানায় বিএনপি নেতাকর্মীদের নামে বিস্ফোকর দ্রব্য আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। এসব মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। আজ রোববার দুপুরে শালিখা উপজেলার ৫৯, মহম্মপদুর ও শ্রীপুর উপজেলার ২৪ জন করে মোট ১০৭ জন বিএনপি নেতাকর্মী মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। 

তিনি আরও জানান, শুনানি শেষে বিচারক মো. জসিম উদ্দিন অসুস্থতা জনিত কারণে ১৬ জনকে জামিন প্রদান করেন। বাকি ৯১ জন বিএনপি নেতাকর্মীকে জেলা জাহতে প্রেরণের নির্দেশ দেন। 

শাহীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়