ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে আতিলা বিলে মাছ ধরার উৎসব 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৩১ জানুয়ারি ২০২৩  
টাঙ্গাইলে আতিলা বিলে মাছ ধরার উৎসব 

টাঙ্গাইলের বাসাইল উপজেলার আতিলা বিলে মাছ ধরা উৎসব হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কাউলজানী চকপাড়ায় উৎসবের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার নুন্ধা বিল, নিরাইল, বার্থা, কাতিল, আতিলা, ডুবাইলসহ কয়েকটি বিলে প্রতি বছর মাছ ধরা উৎসব পালন করা হয়। আতিলা বিলের মাছ ধরা উৎসবে বাসাইল উপজেলা ছাড়াও টাঙ্গাইল সদর, সখীপুর, কালিহাতী, মির্জাপুর ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার শত শত লোক পলো ও জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হয়। বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে মাছ শিকারে অংশ নেয় তারা। এই উৎসবে অনেকে বোয়াল, কাতল, রুই, নোরা ও শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছ শিকার করেন।

মাছ ধরতে আসা সখীপুর উপজেলার বেতুয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা বলেন, 'আমি প্রতি বছর বিভিন্ন এলাকায় মাছ ধরতে যাই। এবারও মাছ ধরতে এসেছি। একটি বড় রুইসহ একাধিক মাছ শিকার করেছি। সকলে মিলে মাছ ধরার মাঝে আলাদা আনন্দ রয়েছে।’

সখীপুরের চতলবাইদ থেকে আসা দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ছয়টি নোরা ও দুটি শোল মাছ ধরতে পেরেছি। মাছ ধরতে ভালোই লাগছে। প্রতি বছরই মাছ ধরতে আসি।’  
শফিক নামের আরেক মাছ শিকারী বলেন, ‘আমার পূর্বপুরুষ থেকে এই উৎসবে অংশ নিয়ে আসছি। সবাই মিলে মাছ ধরার মাঝে অন্যরকম আনন্দ আছে। এজন্য প্রতি বছর মাছ ধরতে আসি। কয়েকটি বড় মাছ ধরতে পেরেছি। অনেকে আমার চেয়ে আরও বেশি মাছ শিকার করেছে।’

সখীপুর থেকে আসা লাল মিয়া নামের এক পুলিশ সদস্য বলেন, ‘প্রতি বছর এমন উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের তারিখ নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত তারিখে সবাই ওই বিলে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন। আজকে শোলসহ কয়েকটি মাছ ধরতে পেরেছি।’

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়