ঢাকা     বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৬ ১৪২৯

গড়াই নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ০৯:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৩
গড়াই নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজ হওয়া হাসান (১৫) নামে এক কিশোরের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদীতে ডুবে ওই কিশোর নিখোঁজ হয়েছিলো। পরে ৪ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত হাসান কুষ্টিয়ার বটতৈলের রাশিদুল ইসলামের ছেলে ও শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক ছাত্র।

নিখোঁজ কিশোরের বন্ধু ও সহপাঠী আব্দুল আহাদ জানায়, তারা ৪ বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। এসময় হাসান নদীতে ডুব দিয়ে নিখোঁজ হয়। হাসানকে খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয় তারা। পরে খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিস দল নদীতে উদ্ধার অভিযানে নামে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, স্থানীয় ডুবুরি দলকে সাথে নিয়ে নিখোঁজ ছাত্রের সন্ধানে নেমে ৪ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা সম্ভব হয়।

কাঞ্চন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়