ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে নিপাহ ভাইরাসে সতর্কতা জারি

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে নিপাহ ভাইরাসে সতর্কতা জারি

হবিগঞ্জে মিলেছে নিপাহ ভাইরাসের অস্তিত্ব। এ খবরের পরপরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়। 

এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জসহ দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছিল।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বলেন, দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার এক বাসিন্দার  শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা জারির পর নিপাহ রোগবিষয়ক জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়েছে। স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোনো বাঁধা নেই। এই রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। খেজুরের রস পান না করাই হলো এই রোগ থেকে বাঁচার উপায়।

মামুন চৌধুরী/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়