ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৪:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৩
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

ঝালকাঠির রাজাপুরে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সিয়াম (৬) নামে নুরানী মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় তার ছোট ভাই ১০ মাস বয়সী ইসমাইল আহত হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে গালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম গালুয়ার বাসিন্দা আল আমিনের ছেলে। 

পুুলিশ ও স্বজনরা জানান, মা ও দাদির সাথে শিশু সিয়াম ও ইসমাইল অসুস্থ আত্মীয়কে দেখতে গালুয়া থেকে ইজিবাইকে রাজাপুরে আসছিলো। পথিমধ্যে বেপরোয়া গতির আরেকটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি উল্টে যায়। এতে দুই শিশু ছিটকে পড়ে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। 

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সদর উপজেলার নবগ্রাম-বরিশাল সড়কের স্বল্পসেনা এলাকায় শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে অটোবাইকের চাপায় মুয়াজ নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মুয়াজ ওই এলাকার হাফিজ মল্লিকের ছেলে।

অলোক/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়