পাঁচ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ময়মনসিংহের নান্দাইলে ডাকাতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আফিল উদ্দিন (৬০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাজা এড়াতে তিনি ২৭ বছর পলাতক ছিলেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। এর আগে, গতকাল রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আফিল উদ্দিন নান্দাইল উপজেলার ১০নং শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২৭ বছর পালিয়ে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার হারাঞ্জা এলাকার একটি চায়ের দোকান থেকে আফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘১৯৯৩ সালে আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি ডাকাতি মামলা হয়। সেই মামলায় তার পাঁচ বছর পাঁচ মাসের সাজা হয়। ২০০০ সালে আদালত তাকে পলাতক আসামি হিসাবে ওয়ারেন্টভূক্ত করেন। সাজা এড়াতে ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।’
মিলন/কেআই
আরো পড়ুন