ঢাকা     বুধবার   ২২ মার্চ ২০২৩ ||  চৈত্র ৯ ১৪২৯

রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ

রাজশাহীতে শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ। রাজশাহী মহানগরীর সোনাদিঘী মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর এখানে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দলের চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা।

সমাবেশে এখন বিএনপির রাজশাহী বিভাগের আট জেলার সভাপতি-সম্পাদকসহ অন্য নেতারা বক্তব্য দিচ্ছেন। দলে দলে মিছিল নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে পুলিশ।
 

কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়