ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বার শরীর আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
অন্তঃসত্ত্বার শরীর আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ

নরসিংদীতে শিখা (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের পশ্চিমকান্দা মহল্লার শিয়াইল্যা পুকুর পাড়ের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই বছর আগে পলাশের জিনারদী এলাকার শিখার সঙ্গে নরসিংদীর পশ্চিমকান্দা মহল্লার শিয়াইল্যা পুকুর পাড়ের কাজল সাহার বিয়ে হয়। গতকাল সন্ধ্যা ৭টা দিকে কাজলের বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার শুনতে পান এলাকাবাসী। এসময় বাড়ির গেইট ভেতর থেকে বন্ধ করে রাখেন বাসিন্দারা। প্রায় ২ ঘণ্টা পর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় শিখাকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসেন স্বামী কাজলসহ পরিবারের অন্যরা। পরে এলাকাবাসীর সহায়তায় শিখাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী জানান, শিখা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনার সম্পকে তেমন কিছু জানি না। তবে বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হৃদয়/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়