ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩  
ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধায় ট্রাক চাপায় অটোরিকশা আরোহী এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশাটির চালক। তবে নিহত ওই যাত্রীর নাম জানা যায়নি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপেজলার কুপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী নিয়ে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এসময় কুপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যায়। অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে যান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, নিহতের লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে আছে। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘাতক ট্রাক ও সেটির চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

সুদীপ্ত/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়