ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সোমবার (৬ ফেব্রুয়ারি) দলীয় প্রার্থীদের সমর্থনে আদালত চত্বরে মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এদিকে, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

জানা যায়, এবার ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার সবগুলোতেই প্রার্থী দিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে, গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছি। এর মধ্যে, অন্তত গুরুত্বপূর্ণ দুটি দাবি মানলেও নির্বাচন সুষ্ঠু হবে। একতরফা নির্বাচন করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।’

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ স্বাধীন বিচার ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচন কমিশনার কাইয়ুম খান কায়সার বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে কমিশন বদ্ধ পরিকর।’

উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন।

স্বপন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়