ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জয়পুরহাট গার্লস ক্যাডেটের সব শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
জয়পুরহাট গার্লস ক্যাডেটের সব শিক্ষার্থী পেলেন জিপিএ-৫

এইচএসসি পরীক্ষায় এ বছর পাশের হারে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫২ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন।

অন্যদিকে, এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১ হাজার ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৪০ জন। জিপিএ ৫ পেয়েছে ৩১৩ জন। পাশের হার ৯৩.১১ শতাংশ।

জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মোট ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৯  জন পাশের হার ৮৭.৪  শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিকতার অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ সাফল্য অর্জন করেছে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আগামীতেও আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

শামীম কাদির/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়