ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্ত্রীর মামলায় সাবেক বিচারক স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৩  
স্ত্রীর মামলায় সাবেক বিচারক স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

স্ত্রী ডা. হৃদিতা সরকারের করা যৌতুক ও নির্যাতনের মামলায় রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর সাবেক বিচারক দেবাংশু কুমার সরকার ও তার বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছের আদালত।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। এসময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি খন্দকার রফিক হাসনাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৩০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ডা. হৃদিতা সরকার স্বামী দেবাংশু সরকারসহ চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা করেন। পরবর্তীতে মামলাটি আদালতের আদেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দেয়।’

তিনি আরো বলেন, ‘বুধবার পিবিআই এর পুলিশ সুপার জাকির হোসেন ও তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে দেবাংশু কুমার সরকার ও তার বাবা সুধাংশু কুমার সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’

আমিরুল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়