ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএসএফের গুলিতে মৃত্যু, দুই দিন ধরে লাশের অপেক্ষায় স্বজন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
বিএসএফের গুলিতে মৃত্যু, দুই দিন ধরে লাশের অপেক্ষায় স্বজন

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল ইসলাম বাবু (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। দুই দিন ধরে তার লাশের অপেক্ষায় রয়েছেন বাবা-মা, স্ত্রী ও স্বজন। 

সীমান্তে বিজিবির ও বিএসএফের পতাকা বৈঠক হলেও লাশ ফেরতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। 

নিহত সাহাবুল হোসেন (২৪) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে।

সাহাবুল ইসলাম বাবুর পরিবার জানায়, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুপাড়া নামক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

পতাকা বৈঠকের বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। তবে লাশের বিষয়ে বিএসএফের সাথে আমাদের কোন বৈঠক হয়নি, প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা বৈঠক করেছি। যেহেতু ঘটনাটি ভারতের অভ্যন্তরে, তাই এ বিষয়ে আমাদের কোন মন্তব্য নেই।

মোসলেম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়