ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শহিদ দিবসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪৮, ২১ ফেব্রুয়ারি ২০২৩
শহিদ দিবসে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসের দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের পেছনে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর ছাত্রলীগ কর্মী ইরফান রেজা রুকুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকাল ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা শহরের সরকারি মাহতাব উদ্দিন কলেজের শহিদ মিনারে ফুল দিতে যান। শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের পেছন গেইট দিয়ে স্লোগান দিয়ে বের হয়ে যান তারা। এসময় কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। পরে উভয় দলের নেতাকর্মীরা একে অন্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৬জন আহত হন।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রাজিব/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়