ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জ মহিলা আ.লীগ সভাপতির মুক্তিযোদ্ধা সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৪ মার্চ ২০২৩   আপডেট: ১৭:১৮, ৪ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জ মহিলা আ.লীগ সভাপতির মুক্তিযোদ্ধা সনদ বাতিল

শিরিন বেগম। ফাইল ফটো

নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন বেগমের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) ৭৪তম সভায় তার মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিলের সুপারিশ করা হয়। গত ৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে শিরিন বেগমের নাম বাতিল করা হয়েছে। তার মুক্তিযোদ্ধার গেজেট নম্বর ছিল ১৯৩১।

উল্লেখ্য, শিরিন বেগম সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে নিজের প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাকিব/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়