ঢাকা     বৃহস্পতিবার   ২৩ মার্চ ২০২৩ ||  চৈত্র ১০ ১৪২৯

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১৯ মার্চ ২০২৩   আপডেট: ১০:৪৭, ১৯ মার্চ ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিয়াল্লিশহর মল্লিকা সিএনজি পাম্প এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে শেখ রনি (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ হত্যা সংঘটিত হয়।

নিহত শেখ রনি পৌর শহরের ভাদুঘর দক্ষিণ পাড়া এলাকার শেখ মো. মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, রাতে রনিকে নিজ বাড়ি থেকে তার বন্ধু রাজু ডেকে নিয়ে যায়। তারা দুজন এক সাথেই চলাফেরা করতো। কোন এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে রাত সাড়ে ১০টার দিকে সিএনজি পাম্পের পিছনে নিয়ে রনিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাজু। পরে স্থানীয়রা আহত রনিকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি জানান, ঘাতক রাজু একজন মাদকাসক্ত। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। রাজুকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

রুবেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়