ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ পর্যায়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ, জুনে চলবে ট্রেন

বেলাল রিজভী, মাদারীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৬ মার্চ ২০২৩   আপডেট: ১৭:৪৪, ২৬ মার্চ ২০২৩
শেষ পর্যায়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ, জুনে চলবে ট্রেন

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। দুই শিফটে দিনের পাশাপাশি রাতেও চলছে কার্যক্রম। মূল সেতুতে রেললাইনের ওপর দিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে প্রায়ই চলছে রেল ট্রাক।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলতি মাসের শেষ দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ৪২ কিলোমিটারে ট্রেন চালানো হবে। আর আগামী জুনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

জানা গেছে, মূল সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া, জাজিরা প্রান্ত হতে ভাঙা পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজও শেষ হয়েছে। এর আগে, ভাঙ্গা হতে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে।

প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন অনুসারে, মূল সেতুতে ৬.১৫ কিলোমিটার রেললাইন নির্মাণের মধ্যে সম্পন্ন হয়েছে ৬.০৫৮ কিলোমিটার। এছাড়া, পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭৫.৯২ ভাগ। এর মধ্যে, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে ৭৪.১৪ শতাংশ। মাওয়া-ভাঙ্গা অংশের কাজ হয়েছে ৯১ দশমিক ৮৮ শতাংশ। ভাঙা হতে যশোর পর্যন্ত কাজ হয়েছে ৬৮ শতাংশ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্রাক ইঞ্জিনিয়ার মো. শওকত আলী বলেন, ‘পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে কর্মরত সকল দেশি-বিদেশীদের মাঝে এখন উৎফুল্ল বিরাজ করছে। কারণ পদ্মা সেতুতে ট্রেন চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আগামী জুনের মধ্যে কাজ শেষ হবে। আর জুনে স্বপ্নের পদ্মা সেতুতে ট্রেন চলবে।’

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়