ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে আহত ১ 

বান্দরবান সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৪ এপ্রিল ২০২৩  
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে আহত ১ 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ফাঁদ পেতে বন মোরগ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাম পায়ের গোড়ালি উড়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্ত চেরারমাঠ এলাকায় ঘটনাটি ঘটে। 

আহত সুরুত আলম সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার বাসিন্দা। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফরিদুল আলম জানান, বিকেলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে মাইন বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা লোকজন। পরে শব্দ অনুসরণ করে ঘটনাস্থলে গেলে সুরুত আলমকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাকে গুনুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের ঘটনায় সুরুত আলমের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। তিনি জঙ্গলে ফাঁদ পেতে বন মোরগ ধরতে গিয়েছিলেন বলে জানা গেছে। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান , স্থল মাইন বিস্ফোরণে সুরুত আলম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চাইমং/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়