ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় বৈশাখী মেলা শুরু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১২ এপ্রিল ২০২৩  
পাবনায় বৈশাখী মেলা শুরু

পাবনায় সপ্তাহব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আকবর আলী মুনসী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস প্রমুখ।

আরো পড়ুন:

জেলা প্রশাসন ও বিসিক পাবনার উদ্যোগে বাঙালি সংস্কৃতির নানা উপকরণ প্রদর্শনীর লক্ষ্যে আয়োজিত বৈশাখী মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়