পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ১২ হাজার মোটরসাইকেল পাড়ি
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করে দেয়ার পর গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২টি মোটর সাইকেল সেতু পাড়ি দিয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৭৩টি মোটর সাইকেল ঢাকা থেকে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার উদ্দেশ্যে সেতু পাড়ি দিয়েছে। অন্য দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ঢাকার উদ্দেশ্যে সেতু পাড়ি দিয়েছে ৩ হাজার ১৬৯টি মোটরসাইকেল।
শুক্রবার (২১ এপ্রিল) সকালে সেতু বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পদ্মা সেতুতে মোটর সাইকেল উন্মুক্ত করে দেয়ার পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে আজ শুক্রবার (২১ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মোট ১২ হাজার ৪২টি মোটর সাইকেল সেতু পাড়ি দিয়েছে। এতে টোল আদায় হয়েছে ১২ লাখ ৪ হাজার ২শ টাকা।
এছাড়া গতকাল রাত ১২টা পর্যন্ত সেতু পার হয়েছে ৩৪ হাজার ২ শত ৬৮টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪শ টাকা।
রতন//