ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় পনু হত্যায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৪ মে ২০২৩  
বরগুনায় পনু হত্যায় ৫৮ জনের বিরুদ্ধে মামলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ও আধিপত্যকে কেন্দ্র করে বরগুনায় নিজ বাড়িতে শফিকুল ইসলাম পনু আকন (৪৫) নামে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। 

এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বরগুনা সদর থানায় মামলা করেছেন নিহত পনু আকনের স্ত্রী মারজিয়া আকতার ছবি। 

আরো পড়ুন:

পরিবারের নিরাপত্তার স্বার্থে নিহত পনু আকনের বাড়িতে পুলিশ পাহারা বসিয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

নিহত শফিকুল ইসলাম পনু বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের মৃত মোসলেম আলী আকনের ছেলে। তিনি আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে পূর্বশত্রুতার জের ধরে শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। 

মামলায় অভিযোগ করা হয়েছে, আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০২১ সালে ৩ নম্বর ওয়ার্ড পাকুরগাছিয়ায় শফিকুল ইসলাম পনু আকন ও মোতাহার মৃধা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুই মাস আগে মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠাণ্ডা পনু আকনের হাত-পা ভেঙে দেয়। এ ছাড়া ২০১৮ সালের ২৯ অক্টোবর ওই গ্রুপ পনু আকনকে আয়লা বাজারে জনসম্মুখে দিনের আলোতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। দুটি ঘটনায় কুদ্দুস খাঁ, মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠাণ্ডাসহ একাধিক আসামি হয়। 

২০২১ সালের ২১ জুন নির্বাচনে মোতাহার মৃধা মেম্বার নির্বাচিত হন। পূর্বের ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টায় মোতাহার মৃধা, কুদ্দুস খাঁ ও ঠাণ্ডা বাহিনী অতর্কিত পনু আকনের বাড়িতে হামলা করে। এ সময় পনু আকন তার বসত ঘরে ছিলেন। 

মামলার বাদী মারজিয়া আকতার ছবি রাইজিংবিডিকে বলেন, ‘সন্ত্রাসী আকাইদ হোসেনকে নিয়ে ইপি সদস্য মোতাহার মৃধা, কুদ্দুসসহ ৪০/৫০ জন সন্ত্রাসী রামদা, টেঁটা, তিন কাটার সুচালো চল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার স্বামীকে ঘর থেকে প্রথমে টেনে-হেঁচড়ে বাইরে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমার স্বামী বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তারা তাকে বাঁচতে দেয়নি।’  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার মারজিয়া আকতার ছবি বাদী হয়ে আকাইদ হোসেন ও মোতাহার মৃধাসহ ৫৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়