ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহপাঠীর ছুরিকাঘাতে ‍মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২০ মে ২০২৩  
সহপাঠীর ছুরিকাঘাতে ‍মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে একাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিল শেখকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করেছে তারই সহপাঠী। শনিবার (২০ মে) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর পান্টি স্কুল মাঠে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম ওবায়দুল শেখ ইমন (১৯)।

মারা যাওয়া তানজিল পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। 

আরো পড়ুন:

অভিযুক্ত ইমন পান্টি গ্রামের মিলনের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ দুপুরে পান্টি স্কুল মাঠে তানজিল ও ইমনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ইমন তার পকেটে থাকা ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তানজিলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানজিলকে মৃত ঘোষণা করেন।  

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মূল কারণ জানা যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ইমনকে আটকের চেষ্টা চলছে।

কাঞ্চন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়