ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা যাচাইয়ে টেকনাফে এলো মিয়ানমারের প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৫ মে ২০২৩   আপডেট: ১৬:২৩, ২৫ মে ২০২৩
রোহিঙ্গা যাচাইয়ে টেকনাফে এলো মিয়ানমারের প্রতিনিধিদল

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের তালিকা যাচাইয়ে দ্বিতীয় দফায় টেকনাফ এসেছেন মিয়ানমারের ১৪ সদস্যের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে নাফ নদী পার হয়ে টেকনাফ জেটিতে এসে পৌঁছায় প্রতিনিধি দলটি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের কাছে বাংলাদেশ রোহিঙ্গাদের যে তালিকাটি পাঠিয়েছিল, তা যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধি দল এসেছে। প্রতিনিধি দলটি আরআরআরসির সঙ্গে বৈঠক করবে। পাশাপাশি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবে। প্রতিনিধি দলটি কোনো রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে না। সকালে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের বন্দর বিশ্রামাগার চত্বরে আনা হয়েছে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে প্রথম তালিকার ১৬৮ পরিবারের ৪৮০ জনের তথ্য যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে মিয়ানমারের ১৭ সদস্যের টেকনিক্যাল টিম গত ২২ মার্চ দেশে ফিরে যায়।
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়