ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হরিগঞ্জে লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ২৮ মে ২০২৩  
হরিগঞ্জে লোকালয়ে আসা মায়া হরিণ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খাদ্য সংকটে বন থেকে লোকালয়ে আসা একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে উপজেলার পারকুল চা বাগান থেকে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হরিণটি উদ্ধার করে।

বন বিভাগ জানায়, সকালে একটি হরিণ পারকুল চা বাগান এলাকায় চলে আসলে লোকজন আটক করে রাখে। দুপুরে সেখান থেকে উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে। 

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী জানান, আনুমানিক দুই বছর বয়সী পুরুষ হরিণটি জ্বরে আক্রান্ত। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। চিকিৎসায় সুস্থ হলে এটিকে হবিগঞ্জের বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
 

মামুন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়