ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

বিএনপি নেতা খোকনের বাসায় আগুন দিয়েছেন ছাত্রদল নেতা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১ জুন ২০২৩  
বিএনপি নেতা খোকনের বাসায় আগুন দিয়েছেন ছাত্রদল নেতা

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবিরের খোকনের বাসভবন ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছেন বলে স্বীকার করেছেন জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাইন উদ্দিন ভূঁইয়া।

তিনি বলেন, ‘গত ২৫ মে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি চালানো হয়। এতে সাদিকুর রহমান সাদেক মারা যান। এ ঘটনার ছয় দিন পার হলেও অভিযুক্ত খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার না করায় আমাদের উত্তেজিত কর্মী-সমর্থকেরা তার বাড়িতে আগুন দিয়েছেন।’

মাইন উদ্দিন ভূঁইয়া জানান, জেলা ছাত্রদলের বিগত আহ্বায়ক কমিটির সদস্য সচিব থাকাকালীন দলের বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে তার নামে ৩১টি মামলা হয়। ওইসব মামলা ২০ বারের অধিক কারাবাসে ছিলেন। দলের প্রতি এতো অবদান থাকার পরেও ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে তাকে সাধারণ সম্পাদক পদ না দিয়ে সিনিয়র সহসভাপতি হিসেবে রাখা হয়েছে। অথচ যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে দলের প্রতি তার কোনো ভূমিকা নেই। শুধুমাত্র দলের জেলা পর্যায়ের একজন নেতার ভাতিজা হওয়ায় তাকে ওই পদ দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমাকে সিনিয়র সহসভাপতি করে অপমান করার বিষয়টি আমার সমর্থকেরা মানতে পারেনি। তাই, তারা ক্ষুব্ধ হয়ে একের পর এক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।’

পদবঞ্চিত এই নেতা বলেন, ‘আমরা চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। খায়রুল কবির খোকনকে আমরা নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তারেক রহমানের কাছ থেকে ফয়সালা পাওয়ার আগ পর্যন্ত আমরা থামব না।’

নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এর আগে, বুধবার বিকেলে ১২-১৫ জনের একদল দুর্বৃত্ত ওই ভবনে ঢুকে প্রতিটি কক্ষে কয়েকটি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে সবগুলো কক্ষে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নরসিংদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ভবনটি খায়রুল কবির খোকনের বাসভবন হলেও এটি নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

হৃদয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়