ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

বুয়েটে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ১৪ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২০ জুন ২০২৩  
বুয়েটে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ১৪ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ১৪ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে চারজন মেয়ে ও ১০ জন ছেলে। 

ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের নাম ও তাদের ভর্তি পরীক্ষায় রোল নম্বর হল- মাহির নুরায়ন স্বচ্ছ ২৩১, লামিসা ২৬৫, নোমান ৯১১, রিসা ৪৩১, সৈকত ৫৪১, রাব্বি ৫৫২, আইনুল বারি ৮২০, আতিকুল সিহাব ৮২৭, বৃষ্টি রায় ৮৭১, ইসরাত ১২৮২, ত্বাকি আহমেদ সাদ ১৩০৮, তূর্য্য ১৪৪০, বাঁধন ১৫০৮ ও শাহরিয়ার কবির সিয়াম ৯১৭।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু বুয়েটে নয় দেশের বিভিন্ন মেডিকেল কলেজসহ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। 

এর আগে এ বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন ৩৫ জন। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। গত বছর এই সংখ্যা ছিলো ৪৩।

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

অ্ধ্যক্ষ গোলাম আহমেদ বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ১৪ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন।

অধ্যক্ষ আরও বলেন, এটি কোভিড ব্যাচ ছিল। সেভাবে আমরা নার্সিং করতে পারিনি শিক্ষার্থীদের। তারপরও এবার ১৪ জন বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। গত বছর ১৯ জন ভর্তির সুযোগ পেয়েছিলেন। আগামী দিনে এ সংখ্যা বাড়বে বলে আশা করছি আমি।

এদিকে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

বুয়েটে সুযোগ পাওয়া ত্বাকি আহমেদ, মাহির নুবায়ের স্বচ্ছ বলেন, এই কলেজের শিক্ষকরা অনেক আন্তরিক। শিক্ষকদের আন্তরিকতায় আমরা মুগ্ধ। তাদের উৎসাহ ছিল বলেই আজ আমি ও আমার বন্ধুরা বুয়েটের মতো প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছি। এই কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বৃষ্টি রায় নামের অপর এক শিক্ষার্থী বলেন, এই কলেজের শিক্ষকরা আমার বাবা-মায়ের মতোই। তারা প্রতিটি বিষয়ে ভালোবেসে পাঠদান করান। আমি গর্বিত এই কলেজের একজন শিক্ষার্থী হতে পেরে।

উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের আগের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নাম রাখে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল। উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।

প্রতিবছর এ কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন। এ সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

আমিরুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়