‘পদ্মা সেতু রেল সংযোগ একদিন ভারতের সঙ্গেও যুক্ত হবে’
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘পদ্মা সেতু রেল সংযোগ একদিন ভারতের সঙ্গেও যুক্ত হবে। এর ফলে আপনারা নিজের ঘরের সামনে থেকেই ট্রেনে চড়ে ভারতসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন।’
শুক্রবার (৭ জুলাই) মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বাচামারা নদীর ওপর হাতির ঝিলের আদলে নির্মিত দাদা ভাই সেতু উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নূর-ই-আলম বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে পদ্মা সেতু অনেক আগেই আমরা পেতাম। বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন সরকার ক্ষমতায় থাকার কারণে আমারা সেতু করতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার কারণে নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা রাস্তা পাবো, ব্রিজ পাবো ভেবেছি, কিন্তু রেল লাইন পাবো এটা আমরা কখনো ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের রেল সংযোগ দেওয়ার দাবি কিন্তু কখনো ছিলো না। তারপরও প্রধানমন্ত্রী আমাদের জন্য এই রেল লাইন করে দিয়েছেন। যারা ঢাকায় চাকরি করেন, ব্যবসা করেন তারা কিন্তু এখন বাড়িতে থেকে ঢাকায় যাতায়াত করে নিজেদের কাজ করতে পারবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ আলী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বাহাদুরপুর মঞ্জিলের গদিনশীন পীর হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র চন্দ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাজাহান মোল্লা,উপজেলা প্রকৌশলী একেএম রেজাউল করিম প্রমুখ।
বেলাল/ মাসুদ