চুুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের র্যালি
চুুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চুুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকাল ৯ টায় চুুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের র্যালিটি সদর থানা থেকে বড় বাজার হয়ে কোর্ট এলাকা হয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে আরো অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডা্ঙ্গা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান, দামুড়হুদা জীবননগর সার্কেল জাকিয়া সুলতানা, ডিআইওয়ান আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা ওসি মাহাবুবুর রহমান, আলমডাঙ্গা ওসি বিপ্লব কুমার নাথ, দর্শনা ওসি ফেরদৌস ওয়াহেদ ও দামুড়হুদা থানার ওসি সাইফুল ইসলামসহ জেলা পুলিশের সকল কর্মকর্তাগণ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, খুলনা ডিআইজির নির্দেশে সারা বাংলাদেশের মতো চুুয়াডাঙ্গা জেলার জনসাধারণকে সচেতন করতেও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হলো।
তিনি আরো বলেন, এ কার্যক্রম জেলার সকল থানা ও সকল ক্যাম্পগুলোতেও চলবে।
মামুন/টিপু