ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে শুরু হয়েছে জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৬ জুলাই ২০২৩   আপডেট: ১৭:৩২, ২৬ জুলাই ২০২৩
যশোরে শুরু হয়েছে জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ

যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় খো খো পুরুষ/মহিলা চ্যাম্পিয়নশিপ। বুধবার (২৬ জুলাই) শহরের শামস-উল-হুদা স্টেডিয়াম মাঠে তিনদিনের প্রতিযোগিতার ৭তম আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 

বাংলাদেশ খো খো ফেডারেশন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সার্ভিসেস টিম আনসার ও ভিডিপিসহ ২২টি দল অংশ গ্রহণ করছে। এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩ ও নারী বিভাগে খেলবে ৯টি দল। শামস-উল-হুদা স্টেডিয়ামের দুটি মাঠে খেলগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্য যশোরে অবস্থান করছে দলগুলো । 

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আব্দুল মুক্তাদির বেলাল, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়