ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিচার চাইয়া লাভ নাই, বিচার আল্লাহর কাছে দিলাম’

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২৪ আগস্ট ২০২৩  
‘বিচার চাইয়া লাভ নাই, বিচার আল্লাহর কাছে দিলাম’

‘বিচার চাইয়া লাভ নাই, বিচার আল্লার কাছে দিলাম’— বিদ্যুৎ বিভাগের অফিসে সেবা নিতে গিয়ে তাদের কর্মচারী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হয়ে এই কথাগুলো আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে প্রতিবেদককে বলছিলেন সদর উপজেলার তেঁতুলতলা বাজার এলাকার এক গ্রাহক। তার নাম হাবিবুর রহমান ঝন্টু। নির্যাতনের সেই ভিডিও বুধবার (২৩ আগস্ট) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ ব্যপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ আজকের মধ্যেই তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।  

আরো পড়ুন:

দুপুরে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজারের বাসিন্দা ঝন্টু তার নিজের বিদ্যুৎ সংযোগের বিল নিয়ে কথা বলতে বিদ্যুৎ অফিসে যায়। এ সময় তাকে না জানিয়ে তার বাসার আবাসিক লাইন বাণিজ্যিক করায় সেই তার লাইন আলাদা করার দাবি করেন। এই নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। পরবর্তীতে আবাসিক প্রকৌশলী তাকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে এক কর্মচারী তাকে বের করতে গিয়ে শারীরিক নির্যাতন করে বলে ভুক্তভোগী অভিযোগ করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, ‘আমাদের বিদ্যুৎ সংযোগটি আবাসিক। গত তিন মাস ধরে কোনো বিল চার্জ না করে চলতি মাসে ২৪ হাজার টাকা বিল চার্জ করা হয়। এ নিয়ে কথা বলতে তারা বুধবার ঝিনাইগাতীর আবাসিক প্রকৌশলীর দপ্তরে যাই। এতে তিনি আমাদের কথা না শুনে অফিসের লোকদের নির্দেশ দেন আমাদের বের করে দেওয়ার জন্য। এসময় আমরা বের না হতে চাইলে তাদের লোকজন আমাদের শারীরিক নির্যাতন করে বের করে দেন।’ এ ঘটনায় তিনি আল্লাহর কাছে বিচার চেয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে বুধবার বিকালে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে আবাসিক প্রকৌশলী রুকুনুজ্জামান মুঠোফোনে বলেন, ‘ওই গ্রাহকই আমার লোকের গায়ে আগে হাত তুলেছেন।’  

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শেরপুরের নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘আমি শেরপুরে নেই। তবে আমি বিষয়টি অবগত হয়েছি। আজকে বিকালের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, মিটার রিডিং না করে অতিরিক্ত বিল করাসহ নানাভাবে তাদের হয়রানি করা হয়। এ সব হয়রানির অভিযোগ এনে সাধারণ গ্রাহকরা মানববন্ধনও করেছে। 
 

তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়