নকলের দায়ে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:২১, ২৪ আগস্ট ২০২৩
আপডেট: ২১:৩৫, ২৪ আগস্ট ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ফারহানা ইয়াসমিন নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ফারহানা ইয়াসমিন শহরের স্বরূপ নগরস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুরে।
পরীক্ষা কেন্দ্রের সচিব প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু বলেন, ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে নকল করছিল ফারাহান ইয়াসমিন। এ সময় পর্যবেক্ষক তাকে হাতেনাতে ধরেন। পরে পরীক্ষা কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
মেহেদী/কেআই