ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৬ আগস্ট ২০২৩   আপডেট: ২০:৩৩, ২৬ আগস্ট ২০২৩
ফতুল্লায় ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

শনিবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ থেকে দুপুর ২টা ৪৫মিনিটে ঢাকার উদ্দেশে কমিউটার যাত্রীবাহী ট্রেন ছেড়ে যায়। বিকেল ৩টায় ফতুল্লা রেলস্টেশনে পৌঁছলে ঢাকা উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় একটি ট্রাক ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ফেটে বিকল হয়ে যায়। পরে ট্রেনটি কিছু সময় চলার পর বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়। এ সময় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা থেকে ছেড়ে একটি যাত্রাবাহী কমিউটার ট্রেন সন্ধ্যা সোয়া ৭টায় নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছায়।

আরো পড়ুন:

ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়া যাত্রীরা জানান, এ রুটটি রাজধানীর সঙ্গে সংযোগ থাকায় অফিসগামী ও ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ দ্রুত যাতায়াত করতে ট্রেনের ওপর বেশি নির্ভরশীল। দুর্ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়ে।

নারায়ণগঞ্জ ট্রেন স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, দ্রুত ট্রেন চলাচল সচল করা হয়। প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
 

রাকিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়