ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৮ আগস্ট ২০২৩  
তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামার পতাকাবাহী বানিজ্যিক জাহাজ ‌‘এমভি জেইন।’ 

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর এ্যাংকরেজে নোঙ্গর করে জাহাজটি। 

আরো পড়ুন:

গত ৮ আগস্ট ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ‘এমভি জেইন।’ চট্টগ্রাম ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করে, অবশিষ্ট কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক বলেন, মোংলা বন্দরে আসা জাহাজ থেকে আজ দুপুরে কয়লা খালাস শুরু হয়েছে। চট্রগ্রাম বন্দরে খালাস করা ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আনা হচ্ছে।

এর আগে ১৩ আগস্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বানিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

শহিদুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়