ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৩২ সে.মি. উপরে প্রবাহিত

জামালপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২ সেপ্টেম্বর ২০২৩  
জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৩২ সে.মি. উপরে প্রবাহিত

জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলার সাত উপজেলার মধ্যে ছয় উপজেলার নদী তীরবর্তী অঞ্চল ও অপেক্ষাকৃত নিচু এলাকায় থাকা বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। 

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গত কয়েক দিনে যমুনা নদীর পানি বেড়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুই উপজেলায় ৮ হাজার ২৩০টি পরিবারের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দুটি আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১০৫টি পরিবার। দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। প্লাবিত হয়েছে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ১ হাজার ৩২৮ হেক্টর রোপা আমনের ক্ষেত।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুর্গত এলাকায় ১০০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
 

সেলিম/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়