ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিমানে স্বামী-স্ত্রীর বিষপান, প্রাণ গেলো স্ত্রীর

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০১, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:১৩, ৮ সেপ্টেম্বর ২০২৩
অভিমানে স্বামী-স্ত্রীর বিষপান, প্রাণ গেলো স্ত্রীর

ফাইল ফটো

বরগুনার তালতলীতে পারিবারিক কলহের জেরে অভিমানে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালী হাসপাতালে স্ত্রী নার্গিস আক্তারের (১৬) মৃত্যু হয়। একই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন স্বামী ইমন (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস আক্তারের সঙ্গে তালতলী উপজেলার ইমন হাওলাদারের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। 

তবে, বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে অভিমানে বুধবার রাতে স্বামী-স্ত্রী বিষপান করেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নার্গিস আক্তার মারা যান।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, বিষপানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইমরান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়