ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিহ্যাবে ভর্তি নিয়ে বিরোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩  
রিহ্যাবে ভর্তি নিয়ে বিরোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানো কেন্দ্র করে রাসেল (২৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রীর বড় ভাই বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত রাসেল রুদ্রপাড়া গ্রামের রশিদ খানের ছেলে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. শেখ রহমান (৩২)। তিনি রাসেলের স্ত্রীর বড় ভাই।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক থেকে ফিরিয়ে আনতে রাসেল তার স্ত্রীর বড় ভাই রহমানকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এনিয়ে তাদের দুজনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। আজ ভোরের দিকে বসতঘরে ঘুমন্ত রাসলের মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেন রহমান। পরে গুরুতর অবস্থায় রাসেলকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, রিহ্যাবে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়