রাজশাহীতে অস্ত্র-হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে দেশি প্রযুক্তিতে তৈরি অস্ত্র ও হেরোইনসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বাঘা উপজেলার আড়ানী পৌরসভার নূরনগর মহল্লার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এতথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর নাম আশিক রানা (২৮)। তিনি আড়ানী পৌরসভার নূরনগর মহল্লার বাসিন্দা। তার বাবার নাম নাসির উদ্দিন।
র্যাব জানায়, আশিক রাজশাহীর অন্যতম একজন শীর্ষ সন্ত্রাসী। তার বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইন ও চারটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা ছিল। অস্ত্র ও হেরোইন উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আসামিকেও বাঘা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেয়া/ মাসুদ