ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাঙ্গা-মাওয়ায় ১২০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৫ সেপ্টেম্বর ২০২৩  
ভাঙ্গা-মাওয়ায় ১২০ কিলোমিটার গতিতে ছুটল ট্রেন

ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে মাওয়া প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটেছে পরীক্ষামূলক ট্রেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার গতিতে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ছেড়ে যাওয়া ট্রেনটি সাড়ে ৯টার দিকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে।

এরপর সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার গতিতে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার গতিতে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়।

তিনি আরও বলেন, পরপর দুইদিন এভাবে চালানো হবে। সেনাবাহিনী ও রেলওয়ে প্রকল্পের প্রকৌশলীরা ট্রেন চলাচল পর্যবেক্ষণ করবেন।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক ট্রেন ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসে।

তামিম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়