ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ০৯:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনিকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। যাত্রাপথে কালিকাপুর চিনিকল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করেন। স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে দেখেন সজীব মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাকশী পুলিশ ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন জানান, চিনিকল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে সজীব সেই থামানো গাড়িতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়