ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
রাজবাড়ীতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নূরে আলম সিকদার (৫০) নামে রেলওয়ের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নূরে আলম সিকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর ম্যানেজার বাড়ি রোড এলাকার আনোয়ার সিকদারের ছেলে।

আরো পড়ুন:

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, আজ সকালে খানখাপুর রেল স্টেশনে মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে লাইট লাগানোর জন্য ওঠেন রেলওয়ের ইলেকট্রিশিয়ানে নূরে আলম সিকদার। এসময় তিনি অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তিনি মইসহ স্টেশনের প্লাটফর্মে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে। 

রবিউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়