টাঙ্গাইলে ধর্ষণে স্কুলছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই ছাত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত সোমবার (১৮ সেপ্টেম্বর) ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত নজরুলের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা করেছেন।
মামলার বরাতে পুলিশ জানায়, নজরুলের স্ত্রী গর্ভবতী হওয়ার পরে ভুক্তভোগীকে মাঝেমধ্যে সাংসারিক কাজের জন্য ডেকে নিয়ে যেত। একদিন নজরুল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন তিনি। এভাবে প্রায়ই ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করতেন নজরুল। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
স্কুলছাত্রী মা বলেন, অন্তঃসত্ত্বা হওয়ায় মেয়ের শারীরিক ও বাহ্যিক পরিবর্তন ঘটে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করলে নজরুলের নাম বলে।
ভুক্তভোগী বলে, নজরুল ডেকে নিয়ে আমাকে ধর্ষণ করেন এবং এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, মামলার পরে ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
কাওছার/কেআই