ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৩  
বান্দরবানে বস্তাবন্দি মরদেহ উদ্ধার 

বান্দরবানের রোয়াছড়িতে ক্যথুই প্রু মারমা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নের বৈক্ষ্যং পাড়ার লতাঝিড়ি এলাকায় খামার বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ক্যথুইপ্রু মারমা ওই এলাকার ক্যবাইচিং মারমা'র ছেলে। এই ঘটনায় মংরে মারমা (৩৭) নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি একই এলাকার মেদোশে মারমার ছেলে।

তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, গতকাল (রোববার) মদ্যপান অবস্থায় মংরে মারমা তার বন্ধু ক্যথুইপ্রু মারমাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

স্থানীয়রা জানান, নিহত ক্যথুইপ্রু মারমা ও মংরে মারমা দুজনেই একে অপরের বন্ধু। সম্পর্কে মংরের মারমার বোনের জামাই ক্যথুইপ্রু মারমা। গতকাল বিকালে তারা মদ খেতে পার্শ্ববর্তী পাহাড়ের খামার বাড়ি যায়। রাতে ক্যথুইপ্রু ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। পরে আজ সকালে লতাঝিড়ি এলাকার একটি খামার বাড়িতে বস্তাবন্দি অবস্থায় ক্যথুইপ্রু'র মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এই ঘটনার পর থেকে মংরে মারমাকে খুঁজে না পাওয়ায় তাকে ক্যথুইপ্রু মারমার হত্যাকারী বলে ধারণা করা হচ্ছে।

তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য উচিংমং মারমা জানিয়েছেন, গতকাল তাদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে লতাঝিড়ি এলাকায় খামার বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেন। আজ সকালে স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় লাশ দেখে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

চাইমং/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়